প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮
নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সকালে আনন্দ বাজারের প্রধান সড়কের পাশে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এটির উদ্বোধন হয়।
ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলবের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, আব্দুস সালাম ও নিজাম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা. মকবুল হোসেন মুকুল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কন্সাল্টেন্ট (শিশু) ডা. ইসমাইল হোসেন, ডা. জয়নাল আবেদীন, চাঁদপুর পদ্মা হাসপাতালের চেয়ারম্যান ডা. শফিউল্লাহ, বাজারের আনন্দ প্লাজার মালিক ও সমাজসেবক হেলাল উদ্দিন সরকার, আনন্দ বাজার ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ডা. নাসির উদ্দিন খোকন, আনন্দবাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শুক্কুর মোল্লা, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ডা. আবুল হাসনাত প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় আনন্দ বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশপাশের এলাকার ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে দিনব্যাপী রোগীদের ফ্রি চিকিৎসা, সকল পরীক্ষা নিরীক্ষায় ৩৫ ভাগ ছাড় এবং ৫০ জন এতিমকে বিভিন্ন প্রকারের ঔষধ ফ্রি দেয়া হয়।