প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৭
ফরিদগঞ্জ রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষামূলক প্রতিযোগিতা শেষে শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে পুরস্কার বিতরণ করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহজাহান কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না। জীবনের সার্বিক সফলতার জন্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। জ্ঞানের আলো ছড়াতে যারাই এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, নিঃসন্দেহে তারা সমাজ তথা মানুষের জন্যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি দেখে তা আমার উপলব্ধিতে ধরা দিয়েছে। এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করা হবে বুদ্ধিমানের কাজ। আমি নিজেও আমার অবস্থান থেকে প্রতিষ্ঠানটির পাশে থাকার চেষ্টা করবো।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. নাসির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাম হোসেন সৌরভসহ স্থানীয় শিক্ষাবান্ধব সচেতন এলাকাবাসী।
আলোচনা পরবর্তী ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।