প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৮
চাঁদপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বনভোজন
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। তিন নদীর মিলনস্থলখ্যাত বড়ো স্টেশন মোলহেডে সকাল ১০টায় এই বনভোজনের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের মধ্যে ছিলো : স্মৃতিচারণ, আলোচনা, ঘোরাঘুরি, নদীর সৌন্দর্য উপভোগ, আকর্ষণীয় র্যফেল ড্র এবং এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ।
সমিতির সভাপতি মো. সেকান্দর আলী মিয়াজীর সভাপতিত্বে বনভোজনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রেজা মাহবুব আলফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. সিরাজুল ইসলাম পাটোওয়ারী, মো. শাহজাহান সিদ্দিকী, মো. তৈয়ব মাহমুদ, কেশব চন্দ্র মজুমদার, বাসুদেব মজুমদার, আ. রহমানসহ আরো অনেকে।
চাঁদপুর জেলার প্রায় ১০০জন অবসরপ্রাপ্ত কর্মচারী উৎসবমুখর এই বনভোজনে অংশ নেন।