রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:০৮

চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার।। আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধার।। আটক ১

চাঁদপুরে সেনাবাহিনীর রাতভর অভিযানে মাদকসহ অস্ত্র উদ্ধারের ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট জাবিদ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতভর চরভৈরবীতে অভিযান চালিয়ে আনোয়ার নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করি। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে হাইমচর থানার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও রাত দেড়টায় রায়পুরের কাজিচর এলাকায় অভিযান চালিয়ে শ্যামল নামে এক ব্যক্তির বাসা থেকে মাদকদ্রব্য এবং বিভিন্ন মাদক ব্যবসার জিনিসপত্র উদ্ধার করি। যদিও সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হাইমচরের বিভিন্ন স্পটে রাতভর যৌথ বাহিনীর এই অপারেশন পরিচালনা মূলত মাদকমুক্ত চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যেই। তাই এ ধরনের অপারেশন পুলিশকে সাথে নিয়ে নিয়মিত পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়