শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:২৪

পাঠ্যবইয়ে কচুয়ার জিএম রাশেদ।। এলাকায় গণসংবর্ধনা

বিশেষ প্রতিনিধি
পাঠ্যবইয়ে কচুয়ার জিএম রাশেদ।। এলাকায় গণসংবর্ধনা
কচুয়ার কৃতী সন্তান জিএম রাশেদকে গণসংবর্ধনাকালে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ বছর এনসিটিবি থেকে নতুন প্রকাশিত স্কুলের পাঠ্যবইয়ে স্থান পেয়েছে কচুয়ার কৃতী সন্তান জিএম রাশেদ। জুলাই বিপ্লবে ঢাকায় প্রতিটি আন্দোলনে রাশেদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেই জিএম রাশেদকে তাঁর নিজ এলাকা কচুয়ার উজানীতে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেলে উজানী এলাকায় তাঁকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

ইউনিয়নবাসীর পক্ষ থেকে জিএম রাশেদকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জানা গেছে, ১৬ জুলাই থেকে ঢাকার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন উজানী গ্রামের কবির গাজীর ছেলে ঢাকায় কর্মরত সিকিউরিটি গার্ড (কেয়ারটেকার) রাশেদ (১৯)। চাকুরির ফাঁকে সরাসরি রাজপথে থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। ৩ আগস্ট শাহবাগে ছাত্র-জনতার আন্দোলনে তাঁর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাঁর বুকে 'স্বৈরাচার নিপাত যাক' ছবিটি সম্প্রতি এনসিটিবি কর্তৃক প্রকাশিত ইংরেজি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়।

জিএম রাশেদ জানান, আর্থিক সংকটের কারণে চাকুরিতে থাকাবস্থায় মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার ও হাসিনার মতো লোভী স্বৈরাচারের জুলুমের হাত থেকে দেশকে রক্ষা করতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করি। প্রতিটি মানুষ যেনো মুক্তভাবে মতপ্রকাশের অধিকার পায় ও দেশের গণতন্ত্র টেকসই হয় এটাই আমার চাওয়া। তাছাড়া আর্থিক সংকটের কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমার আর্থিক সচ্ছলতার জন্যে সরকারের সহযোগিতা কামনা করছি।

রাশেদকে সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এমদাদ উল্লাহ, যুবদল নেতা শরীফ কন্ট্রাক্টর, কাজী আ. হাই, উপজেলা ছাত্রদল নেতা এমরান হোসেন বেপারী, পৌর ছাত্রদল নেতা রবিউল ইসলাম, ছাত্রদল নেতা সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা গাজী কেরামত আলী প্রমুখ।

উল্লেখ্য, জিএম রাশেদ উজানী মাদ্রাসায় নাহুমীর পর্যন্ত পড়ালেখা করে আর্থিক সংকটের কারণে পড়াশোনা বন্ধ করে ঢাকায় বাড়ির কেয়ারটেকারের চাকরি নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়