প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:০০
কচুয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
'জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এই প্রতিপাদ্যে কচুয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়ালের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, আইসিটি অফিসার মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম প্রমুখ।
উল্লেখিত সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে স্টল দিয়ে জনসন্মুখে প্রজেক্টের সুবিধা সমূহ বর্ণনা করেন। দেশকে সামনে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে হয়তো আগামীতে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হবে। মেলায় এবার বিভিন্ন স্কুল-কলেজের ২০টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।