প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
হেলে থাকা গাছ নিয়ে আতঙ্ক
বারবার প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হাতজোড় করে বলেছি। কিন্তু কোনো সুরাহা আজও হলো না। তাই বাধ্য হয়ে জীবন হাতে নিয়ে টিনের ঘরে বসবাস করছি। কথাগুলো জোসনা রাণী (৩৫)-এর।
চাঁদপুর শহরের ৮ নং ওয়ার্ডস্থ জেটিসি কলোনির বাসিন্দা তিনি। তার বসতঘরের ওপর হেলে আছে বিশাল আকৃতির একটি কড়ই গাছ। গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় ঝড়-বৃষ্টিতে গাছটি উপড়ে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘনবসতিপূর্ণ এলাকার এই গাছটির মোটা মোটা ডালপালা বিপজ্জনকভাবে রাস্তা ও বসতঘরের উপর ঝুঁকে রয়েছে। যে কোনো সময় গাছটি উপড়ে পড়ে ঘটতে পারে বড়সড় বিপত্তি।
এই গাছটি কাটার দাবি করছেন এলাকাবাসী।
জনগুরুত্বপূর্ণ এই সমস্যার বিষয়টিতে জেলা প্রশাসক, পৌর প্রশাসক, সদর উপজেলা প্রশাসন ও বন বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন দুর্ঘটনার ঝুঁকিতে থাকা পরিবারগুলো।