শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

কৃষি জমির মাটি কাটা নিয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেগঘন স্ট্যাটাস

কৃষি জমির মাটি কাটা নিয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেগঘন স্ট্যাটাস
শাহরাস্তি উপজলো নর্বিাহী র্কমর্কতা ইয়াসরি আরাফাত।
মো. মঈনুল ইসলাম কাজল।।

কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার অপরাধে শাহরাস্তিতে তাফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে দুমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পর শাহরাস্তি উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

৯ জানুয়ারি রাতে তিনি তাঁর ব্যক্তিগত উপলব্ধি থেকে ফেসবুক পেইজে কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার বিষয়ে নিম্নোক্ত স্ট্যাটাস প্রদান করেন-- "মানুষের নিষ্ঠুরতায় ক্ষতবিক্ষত কৃষি জমি, যেখানে দুলতো সোনালি শস্যের ঢেউ, সেখানে আজ বিবর্ণ বিরানভূমির করুণ দৃশ্য। সবুজ ফসলের সৌন্দর্য, যা ছিলো কৃষকের স্বপ্ন ও জীবনের আলো, তা রূপ নিয়েছে ধ্বংসের নীরব স্মৃতিচিহ্নে। মাটির মায়ার সুর, যা একদিন জীবনের জয়গান গেয়েছিল, আজ নীরব হয়ে বয়ে আনছে গভীর হাহাকার। মানুষরূপী কিছু খাদকের নিষ্ঠুর লোভ আর নির্মম আঘাতে প্রকৃতির বুকে জেগে উঠছে এক অব্যক্ত আর্তনাদ।

প্রকৃতির হৃদয়ে জমে থাকা অশ্রু যেন প্রশ্ন তোলে, 'কোথায় হারালো সেই মানবতা, যেখানে ভূমি ছিলো জীবন, আর জীবন ছিলো তার বন্দনা?' এ যেন নিজের শেকড় কেটে ফেলা মানুষের আত্মঘাতী অধ্যায়, যেখানে মাটির প্রতিটি কণা আর্তস্বরে ডাকে হারানো মানবিকতার জন্যে।''শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫)  শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক এলাকার কৃষিজমিতে মাটি বিক্রির উদ্দেশ্যে এক্সেভেটর দিয়ে টপসয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে কৃষিজমি ধ্বংসের কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়। এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা চৌধুরী।

অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশ সহায়তা প্রদান করে।উল্লেখ্য, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলো যে, সে আর এমন কাজ করবে না। কিন্তু মাত্র দুদিন পরেই সে পুনরায় মাটি কাটার কাজে লিপ্ত হয়, যেন  প্রতিশ্রুতির প্রতি তার কোনো দায়বোধ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়