প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪২
আজ নসু চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী
আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. তাফাজ্জল হায়দার (নসু) চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী। হাজীগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট এই রাজনীতিবিদ ২০০৫ সালের এইদিনে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর স্ত্রী হচ্ছেন চাঁদপুরের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।