শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

সেকদি বেপারী বাড়ি ইসলামিক একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
সেকদি বেপারী বাড়ি ইসলামিক একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সেকদি বেপারী বাড়ি ইসলামিক একাডেমীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদি তরজিরান্তি বেপারী বাড়ি ইসলামিক একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) একাডেমি মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

বেপারী বাড়ি ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সহকারী পরিচালক মিসেস খাদিজা সুলতানা বেপারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক আতোয়ার রহমান সাকিব, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন হোসেন মজুমদার, এলাকাবাসীর পক্ষে বাবুল হোসেন পাটোয়ারী, সাংবাদিক জাকির হোসেন সৈকতসহ আরো অনেকে। সবশেষে প্রতিষ্ঠানটির শিক্ষার মানেন্নয়নে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক ইমাম হোসেন জমাদার।

কোরআন তেলাওয়াত করেন একাডেমির হিফজ শাখার ছাত্র হাফেজ মো. আনাস বিন মমিন, ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মো. ওসামা বিন মমিন। এ সময় বিভিন্ন সূরা পাঠ করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন আমেরিকা প্রবাসী একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাউদ্দিন বেপারীর ছোট ছেলে মোহাম্মদ আরফান আহমেদ বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন আতোয়ার রহমান সাকিব।

উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক সাইদুল ইসলাম, তানজিলা আক্তার বিথি, মরিয়ম আক্তার, জুবায়ের হোসেন রিফাত, মো. নোমান খান, আল আমিন বেপারীসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে। অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শ্রেণী পাঠদানের জন্যে বই বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়