প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:০৬
মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ নিহত
চাঁদপুর সার্কিট হাউজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি ২০২৫) দুপুরে । নিহত পথচারীর নাম মো. শাহজাহান খান (৭৫)। আহত হয়েছেন আরো এক নারী।
|আরো খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি দুজন পথচারীর ওপর আছড়ে পড়ে। সাথে সাথে বৃদ্ধ শাহজাহান খান মাটিতে লুটিয়ে পড়েন । তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন ট্রাফিক সার্জেন্ট নাহিয়ান । পরে তিনি চাঁদপুর মডেল থানাকে বিষয়টি অবগত করেন । আশপাশের লোকজন জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দিয়ে উড়িয়ে নিয়ে যায় বৃদ্ধ পথচারীকে। সঙ্গে সঙ্গে তার পা ভেঙ্গে হাড্ডি বের হয়ে যায় ।
মডেল থানার এসআই মোহাম্মদ সাখাওয়াত জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করি। হাসপাতালে আহত পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় এক নারী আহত হন । হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান । মোটরসাইকেল চালকের নাম মো. আল-আমিন চৌধুরী । তার বাড়ি দুর্ঘটনার স্থান সংলগ্ন পাকা মসজিদ এলাকায়।