বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

সৌদি আরবে ছাত্র হিযবুল্লাহর নেতা মাও. আব্দুল মান্নান গাজীর ইন্তেকাল

সৌদি আরবে ছাত্র হিযবুল্লাহর নেতা মাও. আব্দুল মান্নান গাজীর ইন্তেকাল
সৌদি আরবে ছাত্র হিযবুল্লাহর নেতা মাও. আব্দুল মান্নান জামাল গাজীর জানাজা শেষে মাগফেরাত কামনায় মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। ইনসেটে আব্দুল মান্নান
অনলাইন ডেস্ক

মসজিদের ইমামতির দায়িত্ব ছেড়ে শখের বশে কর্মের উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন মাও. আব্দুল মান্নান জামাল গাজী (৪২)। ভাগ্যের কী পরিহাস! ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার দুপুরে তিনি সৌদি আরব দাম্মামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...... রাজেউন)। তিনি ছারছীনা শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি (২০১৩-২০১৫), চাঁদপুর দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক, বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী গাজী বাড়ি সংলগ্ন। তাঁর মরদেহ দেশে আনার পর মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) বাদ মাগরিব উত্তর শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। জানাজার পূর্বে বক্তব্য রাখেন ফেনী ছাগলনাইয়া দরবেশদের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আবুল কালাম আজাদ, শাহতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. কামাল হোসেন, চাঁদপুর বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, জহিরুল হক লালু মাস্টার, মাও. নূরুল ইসলাম প্রমুখ।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়