মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে জোহা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জোহা আক্তার পাশ্ববর্তী চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মতিন ভূঁইয়া বাড়ি (জোহা আক্তারের নানার বাড়ি)-এর বসত বিল্ডিংয়ের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়