প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
মতলব উত্তর আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

মতলব উত্তর আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে কেজি ফাইভ পর্যন্ত ৩৭৬ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার মো. রাসেল, শিক্ষা সচিব রোজিনা আক্তার, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর কামরুল হাসান, ইসলাম শিক্ষার প্রফেসর হাবিবুর রহমান, রিভা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, কচি-কাঁচা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহনা আক্তার, অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সান সাইন একাডেমির সহকারী শিক্ষক মো. জনিসহ অন্য শিক্ষকগণ।
পরীক্ষায় নার্সারি শ্রেণির ৮৯ জন, কেজি-১ শ্রেণির ৭৪ জন, কেজি-২ শ্রেণির ৫৭ জন, কেজি-৩ শ্রেণির ৫৭ জন, কেজি-৪ শ্রেণির ৫২ জন, কেজি-৫ শ্রেণির ৪৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। ট্যালেন্টপুল, এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।
সমিতির অন্তর্ভুক্ত ১০টি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। স্কুলগুলো হলো : সান সাইন একাডেমি, ভান্ডারী বাজারের অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, ছেংগারচর পৌরসভার বালুরচর কচি-কাঁচা কিন্ডারগার্টেন, বর্ণমালা কিন্ডারগার্টেন, অনির্বাণ কিন্ডারগার্টেন, হানিরপাড় আদর্শ কিন্ডারগার্টেন, মান্দারতলী প্রিক্যাডেট কিন্ডারগার্টেন, গ্রিন বেঙ্গল কিন্ডারগার্টেন ও চরউমেদ আইডিয়াল কিন্ডারগার্টেন।পরবর্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, মতলব উত্তর উপজেলা আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। প্রতি বছরের ন্যায় নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষাগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা সম্পন্ন করার জন্যে প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করছেন। এজন্যে সকলকে ধন্যবাদ জানাই।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিয়াজুল ইসলাম খন্দকার আরও বলেন, প্রজন্মকে সৃজনশীল জগতে যুক্ত করতে এবং শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি এই স্লোগানে আমরা পথচলা শুরু করেছি। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে সে চিন্তা আমরা করি। এ লক্ষ্যে প্রতি বছরই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।