শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

ফরিদগঞ্জে মাটি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে মাটি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হোসেন রাজা (৩৫)-এর বিরুদ্ধে মাটি বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। রাজা ওই ইউনিয়নের ফনিসাইর গ্রামের নুরু মিয়া বেপারীর ছেলে। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের বাসিন্দা খোরশেদ আলম পাটওয়ারী (৭২) গত রোববার বাদী হয়ে চাঁদপুর বিচারিক আদালতে মামলাটি দায়ের করেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী চাঁদপুর জজকোর্টের আইনজীবী মো. নুরুল আমিন আকাশ।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে ভুক্তভোগীর টাকার প্রয়োজন হলে নিজ মালিকানাধীন একটি মাছের ঘের থেকে মো. হোসেন রাজার কাছে লিখিত চুক্তিনামা সম্পাদন করে ১৯ লক্ষ ৩৮ হাজার টাকার মাটি বিক্রি করেন। কিন্তু চুক্তিনামার বিভিন্ন শর্ত ভঙ্গ করে সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মাটি নিলেও ভুক্তভোগীকে ১ লক্ষ টাকা দিয়ে বাকি টাকা দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকেন ওই যুবলীগ নেতা। স্থানীয়ভাবে এতোদিন টাকা আদায়ের চেষ্টা করলেও ওই যুবলীগ নেতার কাছে তিনি উল্টো হয়রানির শিকার হন। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগী খোরশেদ আলম পাটওয়ারী আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয় লোকজন জানান, মো. হোসেন রাজা সাবেক এমপি মরহুম ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়ার সময়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও মুহম্মদ শফিকুর রহমান এমপি নির্বাচিত হলে যুবলীগের কমিটি থেকে বাদ পড়েন তিনি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যুবলীগ মো. হোসেন রাজা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর বেশ ক'দিন আত্মগোপনে থাকলেও সুবিধাগ্রহণকারী চক্রের সাথে মিশে নানা কৌশলে মানুষের সাথে পুনরায় প্রতারণা করছেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা মো. হোসেন রাজা বলেন, তাদের সাথে আমার সমাঝোতা বৈঠকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়