প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:১১
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে লায়ন ফখরুল আহমেদ
সুবিধাবঞ্চিত শিশুরা সুশিক্ষিত হয়ে পদমর্যাদার অধিকারী হোক
ফরিদগঞ্জের মকবুল স্মৃতি সংসদের আয়োজনে ও সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফখরুল আহমেদ (ফয়সাল)-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন 'প্রজ্জ্বলন'-এর শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফখরুল আহমেদ। এ সময় তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই সুবিধাবঞ্চিত শিশুরা সুশিক্ষিত হয়ে পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে। আমি আমার দেশী-বিদেশী বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে সাংবাদিক এ.কে.এম. সালাহ উদ্দিন, প্রবীর চক্রবর্তী ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে প্রজ্জ্বলনের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য রেদওয়ান খাঁন, মিতানুর আক্তারসহ অন্যরা।
ক্যাপসন
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে অতিথিসহ শিক্ষার্থীরা।