বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

বিজয় দিবস উদযাপনে একটি হাসপাতালের ব্যতিক্রম উদ্যোগ

বিজয় দিবস উদযাপনে একটি হাসপাতালের ব্যতিক্রম উদ্যোগ
গোলাম মোস্তফা

চাঁদপুরে এই প্রথম কোনো বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রম উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালটি হচ্ছে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে চালু হওয়া আলোক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

জানা যায়, রোববার দিবাগত (১৫ ডিসেম্বর ২০২৪) রাত ১২টা থেকে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) রাত ১২টার পূর্বে যে সকল প্রসূতি মায়ের উক্ত হাসপাতালে ভর্তি হয়ে সিজারিয়ান অপারেশন বা নরমাল ডেলিভারির মাধ্যমে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ মা হয়েছেন তাদের সকলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মা ও নবজাতককে ফুলেল শুভেচ্ছা জানায় এবং নবজাতকের জন্যে গিফট প্যাকেট প্রদান করে, যাতে রয়েছে নবজাতকের কম্বল, মশারী, বালিশ ও বেশ ক’টি খেলনা এবং একটি সম্মাননাপত্র। পাশাপাশি নবজাতকের পরিবারের জন্যে ছিলো মিষ্টির ব্যবস্থা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফয়সাল আহমেদ বলেন, আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছে, সেটিকে স্মরণ রাখতে আমরা মালিকপক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেয়া সময় বা বিজয় দিবসের দিনে যে ক’জন প্রসূতি মা ভর্তি হয়েছেন, তন্মধ্যে ২ জনের সিজারিয়ান ও ৩ জনের নরমাল ডেলিভারি হয়েছে। মোট এই ৫ পরিবারকে হাসপাতালের পক্ষ থেকে উল্লেখিত সম্মাননাপত্র ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়