প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বক্তাগণ
সংকটেও বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকলে জাতি শক্তি ও সাহস পায়
ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. দেলোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের সূর্য সন্তানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিন তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যুদ্ধে যায়নি। এদেশকে শত্রুমুক্ত করতে এবং একটি দেশ একটি পতাকার মুক্তির জন্যে নিজেদের জীবন বিপন্ন করেছিল। তারা কেউই নিশ্চিত ছিলেন না তারা ফিরবে কিনা। দেশ স্বাধীন হওয়ার পরও মুক্তিযোদ্ধারা কখনোই কিছু পাওয়ার জন্যে ধর্ণা ধরেন নি। যখনই দেশের ক্রান্তিকাল এসেছে, মুক্তিযোদ্ধারা এক ও ঐক্যবদ্ধ ছিলেন। সংকটকালে মুক্তিযোদ্ধারা ঐক্যবব্ধ থাকলে জাতি, শক্তি ও সাহস পায়।