প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫১
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন।
|আরো খবর
বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ৫৪ তম বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার সাথে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুর জেলায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চাঁদপুর জেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের মেলা) উদ্বোধন করা হয় এবং শিশুদের জন্যে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সমাপনী ঘোষণা করা হয়।
'অঙ্গীকার' ভাস্কর্যের পাদদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।