প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
সাংবাদিক ফরহাদ চৌধুরীর দাফন সম্পন্ন
দৈনিক চাঁদপুর কণ্ঠের রহিমানগর প্রতিনিধি ও ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী (৪৬)-এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন বোন মেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) ভোর ৫টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক ফরহাদ চৌধুরী উপজেলার গোহট মিয়া বাড়ির সলিম উল্লাহ চৌধুরীর সন্তান। ওইদিন বাদ আসর মিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ। জানাজাশেষে পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৬ বছরের এক পু্ত্র সন্তান রেখে যান।
সাংবাদিক ফরহাদ চৌধুরীরা ৪ ভাই ২ বোন। ভাইদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।