প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩
ফরিদগঞ্জে বিষুরবন্দে বিজয় দিবসে ইমামদের বিশেষ সম্মাননা
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ইমামদের মুখ্য ভূমিকা রয়েছে। তাই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার জামে মসজিদের ইমামদের সংবর্ধিত-সম্মানিত করলো একটি সামাজিক সংগঠন। একই সাথে তারা ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদেরও সংবর্ধনা দিয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) ফরিদগঞ্জ উপজেলার বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘ এই আয়োজন করে।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের একটি জনবহুল গ্রাম বিষুরবন্দ। এতোদিন এই গ্রামে নানা অনুষ্ঠান আয়োজন হলেও তা দ্বিধাবিভক্ত ভাবে হতো। আমরা উদ্যোগ নিয়ে বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজিক কর্মকাণ্ড একত্রে করার প্রয়াস নেই। সে অনুযায়ী বিষুরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইমামদের সংবর্ধনা। এই বিষুরবন্দ গ্রামের ৮টি জামে মসজিদের ইমামদের দেয়া হয়েছে এই সংবর্ধনা। জাতির উন্নয়নে ইমামরা ভূমিকা রাখতে পারে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধেও তাদের মুখ্য ভুমিকা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাজের আলোকবর্তিকা হিসেবে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। এছাড়া শিক্ষক ও মুক্তিযোদ্ধাদেরও সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনাপ্রাপ্ত মধ্য বিষুরবন্দ বায়তুল হাম জামে মসিজদের ইমাম মাও. অহিদুল্লা জানান, এই সংবর্ধনা প্রাপ্তি আমাদেরকে ভালো কাজে আরো উৎসাহিত করবে। আমরা চেষ্টা করবো প্রতিটি খুতবায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনগণকে সচেতন করতে।
বিষুরবন্দ দারুনসুন্নাত মাদ্রাসার মুহাতামিম মাও. নেছার আহমেদ জানান, বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের এই উদ্যোগ আশাব্যঞ্জক। আশা করবো ইমামরা সম্মানিত হয়ে সমাজ সংস্কারে আরো জোরালো ভূমিকা রাখবেন।
সংগঠনের সভাপতি শরীফ হোসেন বেপারী জানান, বিজয় দিবস উপলক্ষে আজকে বিষুরবন্দ সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে প্রাণ ফিরে এসেছে এই গ্রামে। দিনব্যাপি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা আয়োজন ছিলো। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো জামে মসজিদের ইমামদের সম্মান্বিত করা এবং একই সাথে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বীর মুক্তিযোদ্ধাদেরও সম্মানিত করা । এছাড়া তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষদের মাঝে সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।