বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:২৫

শাহরাস্তি প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব
পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব মো. সামিউল মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানান শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।

শাহরাস্তি প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টার মুখ্য সচিব মো. সামিউল মাসুদ। শনিবার

(১৪ ডিসেম্বর ২০২৪) রাতে তিনি শাহরাস্তি প্রেসক্লাবে আসলে নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সঠিক তথ্য দিয়ে সমাজে অবদান রাখতে হবে। বিভ্রান্তি ও গুজব এড়াতে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে শাহরাস্তির পরিবেশ অন্যরকম। এখানে সম্প্রীতি রয়েছে। আপনাদেরকে এই সম্প্রীতি ধরে রাখার জন্যে ধন্যবাদ। শত প্রতিকূলতার মধ্যেও এই সম্প্রীতি বজায় রাখতে হবে। শাহরাস্তিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাথে থাকার ঘোষণা দেন।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মাধ্যমিক অফিসার আলী আশরাফ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ, আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান, দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য হাসানুজ্জামান , হাসান আহমেদ, জসিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়