প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭
সনাক-ইয়েস-এসিজি অভিজ্ঞতা বিনিময় সভা
টিআইবির অনুপ্রেরণায় চাঁদপুরে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস গ্রুপ ও এসিজি গ্রুপের অভিজ্ঞতা বিনিময় সভা শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর সরকারি কলেজ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
সনাক-চাঁদপুর স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও অন্যান্য সেবামূলক খাত বা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
তারই অংশ হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পাশাপাশি সনাক চাঁদপুরের প্রয়াত সদস্যবৃন্দের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সনাক সদস্য মো. আব্দুল মালেক।
দুর্নীতিবিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণের ওপর আলোচনা করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। সনাক কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, জেন্ডার সংবেদনশীলতা, যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা সম্পর্কে আলোচনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আমরা যারা আজ এই সভায় উপস্থিত হয়েছি আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আর সে লক্ষ্যেই আমরা চাঁদপুরে সনাক-ইয়েস-এসিজি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, সনাকের মূল চালিকাশক্তি হলো ইয়েস গ্রুপ। শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে ১০টি এসিজি গ্রুপ রয়েছে। এসিজি গ্রুপের সদস্যবৃন্দ প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধি করা, প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সভায় সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণা সাহা, এবিএম নজরুল আমিন সাজু, রফিক আহমেদ মিন্টু, লায়ন মাহমুদ হাসান খান, লীলা মজুমদার, রুমা সরকার ও হাবিবুর রহমান পাটওয়ারী। সভায় দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা জোবায়ের আহমেদ সিয়াম, সদস্য নাঈমা ফেরদৌসী, মো. হানজালা দীপু, রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. রুবেল নুরুল্লাহ, পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. ফজলুর রহমান রুবেল, মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. জাকির হোসেন, হানারচর উপ-স্বাস্থ্যকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. ইমাম হোসেন ও ভূমি বিষয়ক এসিজি গ্রুপের সদস্য মারজাহান আক্তার। অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক-ইয়েস-এসিজি গ্রুপের ১০৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সনাক-ইয়েস-এসিজি অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখছেন সনাক সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর পাটোয়ারী ।