মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬

মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মতলব দক্ষিণে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা।

মতলবের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সোমবার দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র‌্যালি, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেলা ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। এ সময় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সম্পাদক ফারুক-বিন-জামান ও ডা. মহিবুর রহমান সাদাত। শিক্ষার্থীদের শপথ পাঠ করান ৫ম শ্রেণির শিক্ষার্থী আফিফা সারওয়ার ফাইজান। সকাল ১০টায় ভর্তি উপলক্ষে শিক্ষার্থী- অভিভাবকদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মতলব শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

সকাল ১১টায় স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা। বিকেল ৩টায় স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়ান সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা। বক্তব্য রাখেন মেলা ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী, মেলার সহ-সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য দেওয়ান রেজাউল করিম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আবদুল কাইউম খান, দ্বিজেন দাস, সম্পাদক ফারুক-বিন-জামান, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা কাদরী, সদস্য সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, মেলার সদস্য সাংবাদিক আকতার হোসেন, অভিভাবক মোস্তাফিজুর রহমান কাইউম, ফাহমিদা আকতার মিতুল, শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, সিফরাদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী জয়নব হাফছা। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ সময় স্কুলের অভিভাবক, শুভানুধ্যায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়