প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৬
হাইমচরে সামাজিক সংগঠনে ভাংচুর ও লুটপাট
হাইমচরের বাংলাবাজারে অবস্থিত মেঘনা একতা সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা স্পেন প্রবাসী হোসাইন মিয়া চাঁদপুর কণ্ঠে প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, প্রবাসীদের কঠোর পরিশ্রমের রক্ত পানি করা অর্থ দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে হাইমচরের বাংলাবাজারে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন
|আরো খবর
প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম মেঘনা একতা সমাজকল্যাণ সংস্থা। প্রবাসীদের অর্থায়নে এই সংগঠনটির পক্ষে অনেক ভালো কাজ করা হয়েছে, আর সেই সংগঠনটির প্রধান কার্যালয়ে শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) রাতের অন্ধকারে ভাংচুর করে টিভি, চেয়ার, টেবিল, খেলার সামগ্রী, বিভিন্ন সংগঠন ও প্রশাসন এবং সামাজিকভাবে উপহার পাওয়া ক্রেস্ট, সংগঠনের নথিপত্র, শীতবস্ত্র বিতরণের জন্যে কালেকশন করা নগদ অর্থ সহ সবকিছু লুট করে নিয়ে গেলো দুর্বৃত্তরা ! সংগঠনের কারো সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, সেটা ব্যক্তিগত। এই সংগঠনে কখনো কোনো রাজনৈতিক প্রভাব ছিলো না বা রাজনৈতিক কোনো বিষয় সংগঠনের কার্যক্রমে আনা হয়নি। সবসময় সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠন হিসেবে রাখা হয়েছে। তারপরও এই সংগঠনের কার্যালয় রেহাই পেলো না!
এটা কোন্ স্বাধীন দেশ? আমরা কি এর প্রতিকার পাবো না?