শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৯:০৪

দুদফা জানাজা শেষে অতিরিক্ত ডিআইজি জোবায়েদুরের দাফন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
দুদফা জানাজা শেষে অতিরিক্ত ডিআইজি জোবায়েদুরের দাফন সম্পন্ন

রাজারবাগ পুলিশ লাইন্স ও নিজ গ্রামের বাড়ি মিলিয়ে দুদফা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ছয়ছিলা মাস্টার বাড়ির কৃতী সন্তান অতিরিক্ত ডিআইজি মরহুম জোবায়েদুর রহমান পলাশ বিপিএমকে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাদ আসর জানাজায় কয়েক হাজার মুসল্লিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজনীতিবিদ, আইনজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন জোবায়েদুর রহমান পলাশ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও সহকর্মী রেখে গেছেন।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আবু জাফর মুহাম্মদ মঈনুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র, সংরক্ষিত সাবেক নারী সংসদ সদস্য (চাঁদপুর- লক্ষীপুর) অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তার ভাই, ২০তম বিসিএসে উত্তীর্ণ পুলিশের অতিরিক্ত ডিআইজি মরহুম জোবায়েদুর রহমান বিপিএম-এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে। মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় একই দিন বাদ আসর মরহুমের নিজ বাড়িতে। উভয় জানাজার পূর্বে

পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

মরহুমের প্রথম জানাজায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া ঢাকাস্থ সহপাঠী ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমের দ্বিতীয় জানাজায় অংশ নেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার, (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল)

পংকজ কুমার দে, ডিআইও-১

মোহাম্মদ রাশেদ মোবারক, হাজীগঞ্জের অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক,

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ- শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার,

মরহুমের কনিষ্ঠ ভাই আলতাফ রহমান বাবলু, মরহুমের মামা ড. নেয়ামুল বসির, অ্যাডভোকেট

সেলিম আকবর, ইমাম হোসেন টিটু, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আবদুর রব খোকন বিএসসি প্রমুখ।

ক্যাপশন: অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমান পলাশের কফিনে পুলিশের শ্রদ্ধা নিবেদন ও জানাজার একাংশ, ইনসেটে

জোবায়েদুর রহমান পলাশ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়