শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:১১

জীবানুনাশক ছিটিয়ে পুরো ক্যাম্পাসকে জীবানুমুক্ত করেছে হাইমচর সরকারি মহাবিদ্যালয়

অনলাইন ডেস্ক
জীবানুনাশক ছিটিয়ে পুরো ক্যাম্পাসকে জীবানুমুক্ত করেছে হাইমচর সরকারি মহাবিদ্যালয়

দীর্ঘ দেড় বছর পর খুলছে কলেজ। কলেজের প্রাণ ভ্রোমর শিক্ষার্থীরা, ফিরছে কলেজে। আসবে একাদশ শ্রেণির নতুন অতিথিরাও। তাই গত কয়েকদিন ধরে পুরো ক্যাম্পাসের প্রতিটি স্থানকে শতভাগ জীবানুমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন মোল্লা।

জেলার অন্যান্য কলেজগুলো একসাথে একাদশ বা দ্বাদশ শিক্ষার্থীদের শিফটিং ক্লাস রুটিনে রাখলেও হাইমচর সরকারি কলেজে নেয়া হয়েছে ভিন্ন কৌশল। কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রথম ১শ' জন, মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রথম ১শ' জন ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রথম ১শ' জন করে ক্যাম্পাসে প্রবেশ করানো হবে। তাদের ক্লাসের শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করলে প্রতি বিভাগের পরবর্তী ১শ' জন ক্যাম্পাসে প্রবেশ করবে। এভাবে রুটিন সাজিয়েছে হাইমচর সরকারি কলেজ কর্তৃপক্ষ।

কলেজের প্রবেশ পথে প্রস্তুত থাকবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশের জন্য প্রয়োজনীয় সব উপাদান। মাস্ক ছাড়া কোন শিক্ষার্থীকে কলেজে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ। কলেজের প্রধান ফটকে ব্যানারের লেখার মাধ্যমে স্বাগত জানানো হবে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের। করোনার কারনে সমাগম এড়াতে এ বছর কোন প্রকার আয়োজন রাখা হয়নি নবীন শিক্ষার্থীদের জন্য। তবে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে পর্যায়ক্রমে পরিচিত হবেন শিক্ষকগণ।

সরকারি নির্দেশনা অনুযায়ী কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর কলেজ ক্যম্পাসে কেউ হঠাৎ অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসার জন্যও প্রস্তুত থাকবে চিকিৎসক টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়