প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২১:২৩
মতলব উত্তরে যুব দিবসে আলোচনা সভা ও র্যালি
'দক্ষ যুব গড়বে দেশ,; বৈষম্যহীন বাংলাদেশ' এই স্লোগানে মতলব উত্তরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস-২০২৪। এ উপলক্ষে সারাদেশের ন্যায় ১ নভেম্বর শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার নেতৃত্বে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ইউএনও একি মিত্র চাকমা। সভায় উপস্থিত যুবকদের শপথবাক্য পাঠ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ও গাছের চারা বিতরণ করেন ইউএনও।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সমবায় কর্মকর্তা ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মতলব উত্তর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন হোসেন সাজ্জাদ, ব্লাড ডোনেশন সংগঠনের নেতা মোঃ মুন্না, সুদীপ্ত সপ্তবর্ণা সমিতির সভাপতি মোশারফ হোসেন, যুব আত্মকর্মী মেহেদী, যুব আত্মকর্মী সুজন প্রমুখ।
ছবি: মতলব উত্তরে যুব দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউএনও একি মিত্র চাকমা।