বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ২১:৫৫

মতলবে ঋণগ্রস্ত ব্যবসায়ীর দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাহবুব আলম লাভলু ॥
মতলবে ঋণগ্রস্ত ব্যবসায়ীর দোকানে আগুন ॥ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মতলব উত্তরের নতুন বাজারে দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ২টি ইউনিট।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোহেল বোডিং স্টোর নামে একটি লেপ-তোষক দোকানের গোডাউন ছিল। মতলব উত্তরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সোহেল রানা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানের সোহেল বোর্ডিং স্টোরে লেপ-তোষকের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দেয়। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১টি লেপ-তোষকের দোকানের গোডাউন পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

ক্ষতিগ্রস্ত সোহেল বোর্ডিং স্টোরের মালিক মোঃ সোহেল রানা জানান, সকালে আমি দোকানে আসার প্রস্তুতি নিলে খবর পাই আমার লেপ-তোষকের দোকানের গোডাউনে আগুন লেগেছে। এখানে তুলা ও তুলা ভাঙ্গানোর মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকানের উপর ব্র্যাক ব্যাংকে ২৮ লাখ টাকার লোন আছে। এখন আমি লোন পরিশোধ করবো কিভাবে বুঝতে পারতেছি না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, ঘটনার পর পর উল্লিখিত স্থানে পুলিশের একটি টিম পরিদর্শন করে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়