প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
চাঁদপুরে চরমোনাই নমুনা মাহফিলের প্যান্ডেল তৈরির কাজ শুরু
৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৪ চাঁদপুরে চরমোনাই নমুনা মাহফিল অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর শুক্রবার বাদ জুমুআ উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম মাহফিল উপস্থিত হয়ে নসিহত পেশ করবেন।
গত দুদিন বৈরি আবহাওয়া থাকায় শুক্রবার মাহফিলের প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। মাহফিলে আগত মুসল্লিদের জন্যে অজু, গোসলের ঘাট ও টয়লেট নির্মাণের কাজ দু-একদিনের মধ্যেই শুরু হবে।