বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
  •   জন্মান্ধ হয়েও বারো বছর বয়সে হলেন হাফেজ
  •   বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য
  •   নামাজ পড়তে সুযোগ দেয়ায় প্রশংসায় ভাসছেন সুরমা সুপার বাসের সুপারভাইজার জাহিদ
  •   চাঁবিপ্রবি’র ভিসি নাছিম আখতারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২১:০৬

হাজীগঞ্জে সামাজিক ও সম্প্রীতি সমাবেশ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সামাজিক ও সম্প্রীতি সমাবেশ

সম্প্রীতি ও সামাজিক বন্ধন অক্ষুন্ন রাখতে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপ্রধানে মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশের মানুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। মাঝে মাঝে দুস্কৃতিকারীর অপচেষ্টার কারণে আমাদের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তাই, সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে অবাধ, সুষ্ঠু ও নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যাতে করে কেউ আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। আমাদের পরিবচয়, আমরা মানুষ। একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

বক্তরা আরো বলেন, গুজবে কান না দিবেন না। আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, এমন কোনো তথ্য ফেসবুকে দেখলে সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাইক, কমেন্টস্ ও শেয়ার থেকে বিরত থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে সেনাক্যাম্পে জানাতে হবে। আমরা তাৎখনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সমাবেশে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর মো. আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রতিনিধি মাও. মো. হাছানুল্লাহ্।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, জামায়াতে ইসলামীর পৌর আমীর মাও. মো. আবুল হাসানাত পাটোয়ারী, ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. কামাল গাজী, হেফাজতে ইসলামীর পক্ষে মাহমুদুল হাসান শুভ।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসাইন ও আব্দুর রহমান সানী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নীহার রঞ্জন হালদার ও নবদূর্গার সভাপতি সঞ্জয় কর্মকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সাধারণ সম্পাদক শ্যামল সাহা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়