প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন
চেয়ারম্যান পদে কামরুজ্জামান মিন্টুর মনোনয়নপত্র সংগ্রহ
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
|আরো খবর
আজ দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাসেমের নিকট থেকে মোঃ কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন, আওয়ামী লীগ নেতা জিয়াউল কবির দুলাল, ছাত্রলীগের সাবেক নেতা এফ. কাদের বাবু ও ইস্কান্দার মির্জা প্রমূখ।
মনোনয়নপত্র সংগ্রহ করে কামরুজ্জামান মিন্টু বলেন, দল যাকে মনোনয়ন দিবে, আমরা সকলেই মিলে নৌকার বিজয়ের জন্য কাজ করবো।