প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৬:২০
ফরিদগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দু:স্থদের মাঝে ২০-২১ অর্থ বছরে পরিষদের উন্নয়ন তহবিল থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ ২৮ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড.জাহিদুল ইসলাম রোমান। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি,ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রবীর চক্রবতী, দৈনিক আমাদের সময় ও দ্য নিউ এইজ প্রতিনিধি আনিছুর রহমান সুজন, ইউপি সদস্য আবদুস সাত্তারসহ প্রমুখ।