প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ১৭:০৫
পানিবন্দি মানুষের হাতে খাদ্য তুলে দিয়ে ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সংক্ষিপ্ত করে উদ্বৃদ্ধ অর্থ দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টানা বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা দিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
|আরো খবর
খাজুরিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। সভায় তিনি বলেন, আজ ১৭ বছর পর আমরা স্বাধীন ভাবে নি:শ^াস নিতে পারছি, কথা বলতে পারছি। যেখানে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল জমকালো। সেখানে আমরা বানভাসি মানুষদের পাশ দাড়ানোর জন্য নামমাত্র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করছি। এটাই বিএনপির সৌন্দর্য।
বিএনপি নেতা মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দন, পৌর বিএনপির যুগ্মসম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, যুবদল নেতা ফজুলর রহমান, পেয়ার আহাম্মদ, আরিফ পাটওয়ারী , গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু, সাবেক যুবদল সম্পাদক শাহআলম পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাশেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আখন সুজন, বিএনপি নেতা খোরশেদ গাজী, ছাত্রদল নেতা মো: শফিকুর রহমান প্রমুখ। পরে নেতবৃন্দ ছয় শতাধিক পানিবিন্দ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।