রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ২১:১০

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা কবলিত এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রি ও ঔষধ বিতরণ করেছেন জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা, শাহরাস্তি প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য ও রোমান্স উইমেন কেয়ারের স্বত্বাধিকারী রোমানা রুমকি।

শনিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে বন্যার্ত মানুষের কাছে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য হাসান আহমেদ বাবলু, আহসান হাবিব পাটওয়ারী প্রমুখ।

খাদ্য সামগ্রিক বিতরণ শেষে এক সাক্ষাৎকারে এ নারী উদ্যোক্তা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্য উপহার হিসেবে নিজ উদ্যোগে তিনি এ আয়োজন করেছেন।

এছাড়া তিনি বিগত করোনা কালীন সময়েও মানুষের পাশে ছিলেন। তিনি আরও জানান এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। শুধুমাত্র নিজ দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার জন্য এ প্রয়াস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়