প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ২২:২৬
কচুয়ায় স্কাউট সদস্যদের অভাবনীয় দায়িত্ব পালন
পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়ায় স্কাউট সদস্যদের সড়ক ও বিভিন্ন অফিসের সুরক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়ে চলছে। ৫ আগষ্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর ৬ আগষ্ট থেকে পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়ার স্কাউটের একটি সুসংগঠিত টীম গুরুত্বপূর্ণ অফিস,স্থাপনা ও সড়কে ট্রাফিক পুলিশের ন্যায় দায়িত্ব পালন করছে। কচুয়া উপজেলার বিশ্বরোড,সাচার,রহিমানগর ,
কচুয়া বাজারের যানযট নিরসনে পেশাদার
বাহিনীর ন্যায় দায়িত্ব পালন করছে। কচুয়া আদর্শ স্কাউট গ্রুপের ৭টি টীমের ৫০ জন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ৬ আগষ্ট থেকে দায়িত্ব পালন করে আসছে। স্কাউট সদস্য মো: শরীফ ও সৈয়দ আরাফাত ছামী জানান আমরা দেশের এ সংকট কালে পুলিশের অনুউপস্থিতিতে দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত। তারা আরো বলেন আমরা সড়কে যানযট নিরসনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপসনালয়ে পাহারা দিয়ে তাদের সুরক্ষা প্রদান করছি। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগনকেও অনুরুপ দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় পথচারী
ও গাড়ি চালকগন জানান,এ দেশের ছাত্রসমাজ আমাদের গর্ব,তাদের এ দায়িত্ব পালনকে সাধুবাদ জানাই।