রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৫১

মতলবে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা অফিস উদ্বোধন ও দুধ-ডিম খাওয়া কর্মসূচী

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা অফিস উদ্বোধন ও দুধ-ডিম খাওয়া কর্মসূচী

মতলবে পৌর এলাকার ম্যাক্সী স্ট্যান্ডের পাশে উপজেলা প্রানী সম্পদ কমকর্তার কার্যালয়ের আয়োজনে তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার অফিস উদ্বোধন ও দুধ ডিম খাওয়ার কর্মসূচি আজ ৩ আগস্ট শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন তাহফিজুল হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সৈয়দ আহমেদ (বুলবুল) মাষ্টার।

মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন মন্টুর সভাপতিত্বে ও উপজেলা জামে মসজিদের খতিব ও মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব মাওলানা মোঃ মোর্শেদ আলম সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ জাকির হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ব্যবাসয়ী ও ভবন মালিখ মোঃ মিজানুর রহমান, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, উদ্দমদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ নুর মোহাম্মদ শেখ আইয়ুবী। বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ ফারুক, মঞ্জুরুল আহমেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা মোঃ আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাদ্রাসার ছাত্র আবু রায়হান। হামদ পেশ করেন শিক্ষার্থী ইমিতয়াজ আলিফ।

পরে শিক্ষার্থীদের দুধ ও ডিম খাইয়ে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ।

প্রধান অতিথি বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমার মেয়েকেও এই মাদ্রাসা শিক্ষাদানের জন্য পাঠাবো। প্রতি মাসেই উপজেলা প্রানী সম্পদ কমকর্তার কার্যালয়ের আয়োজনে ও আমার ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের দুধ ডিমি খাওয়ানো হবে। কারণ, দুধ ও ডিমে প্রচুর পুষ্টিগুন রয়েছে। যা শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়