প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ২০:২০
শেষ হলো বৃক্ষমেলা ২০২৪-
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হরেক রকম ফলজ বনজসহ বিচিত্র ধরনের তরুলতার বিপুল সমারোহ নিয়ে শুরু হওয়া বৃক্ষমেলা- ২০২৪ শেষ হয়েছে ।
প্রতিবছরের মতো এবারও ভর বর্ষাকে ঘিরে ১৩ জুলাই থেকে চাঁদপুর জেলায় বৃক্ষমেলার আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ চাঁদপুর। এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এবার মেলার স্লোগান ছিল ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’। মেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি উদ্যোগে পরিচালিত নার্সারীর ২৫টি স্টল ছিলো।
কোটা বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মধ্য পড়ে মেলায় চোখে পড়ার মতো লোকসমাগম হয়নি। সেসুবাদে এবার গাছ বিক্রি কম হয়েছে।
বিক্রি নিয়ে নার্সারি মালিকেরা তেমন সন্তুষ্ট নন।
শুক্রবার একজন নার্সারি মালিক এমন কথা জানিয়েছেন।আয়োজরা মেলা আরো আগে শেষ করলেও নার্সারি ব্যবসায়িদের কয়েকজন তারা মেলার মাঠ ছাড়েননি। আজ শনিবার পর্যন্ত গাছ বিক্রি করবেন বলে জানান তারা।