বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ জুন ২০২৪, ২০:০২

চাঁদপুরে বিশিষ্টজনের সাথে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিশিষ্টজনের সাথে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা বিনিময়

চাঁদপুরে জেলা প্রশাসক,জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডারসহ

বিশিষ্টজন ও পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটসহ বিশিষ্টজনের জন্য

এই প্রীতিভোজের আয়োজন করা হয়।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৭ জুন (সোমবার) পুলিশ লাইন্স ড্রিল শেডে চাঁদপুর জেলার বিশিষ্টজন এবং পুলিশ সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার

মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপারের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ - পুলিশ, চাঁদপুর (অতিরিক্ত ডি-ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ.ওয়াদুদ কমান্ডার, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, চাঁদপুর, প্রেসক্লাব সভাপতি সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার পুলিশে সকল পুলিশ সদস্যবৃন্দ পরিবারসহ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ সুপার সাইফুল ইসলাম আগত অতিথিদের সাথে নিয়ে প্রীতিভোজে অংশগ্রহন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এসময় জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) চাঁদপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়