শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১০:২১

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের ঈদ মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কোরবানি ঈদের পূর্ব মূহুর্তে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।

১৩ জুন ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় নারী উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।পরে তিনি মেলার আয়োজক নারী সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নারীর অর্থনৈতিক প্রবৃত্তি ক্ষমতায়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পটি ৬৪ জেলায় ৮০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পের অধীনে চাঁদপুর সদরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে তৃণমূলের নারীরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। এ স্বাবলম্বী নারীদের উদ্যোগে আজকে চাঁদপুরে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হলো।

এসময় জেলা প্রশাসক নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চাঁদপুর জেলা শাখা কর্মকর্তা শাহ আলম মুন্সি, সদস্য কাউন্সিলর আয়শা রহমান, শামিম আরা মুন্নি, জোহরা মুজিব, মুক্তা পিযুষসহ নারী উদ্যোক্তা ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। ১৫ জুন পর্যন্ত চলবে এ মেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়