প্রকাশ : ১২ জুন ২০২৪, ২২:০১
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজন
ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ফরিদগঞ্জ ভূমি অফিস ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক এবং উপস্থিত কুইজের আয়োজন করে সবাইকে চমকে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
১২ মে বুধবার বিকেলে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক এবং উপস্থিত কুইজের আয়োজন করা হয়। ভূমি বিষয়ে প্রজন্মকে সচেতন করতে সেবা নিয়ে দ্বারে দ্বারে চলে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। বিতর্কের বিষয় ছিলো ‘ভূমি ব্যবহারে ডিজিটালাইজেশনের গুরুত্ব’। প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে নবম শ্রেণির শাপলা শাখা ছিলো পক্ষ দল এবং একই শ্রেণির পলাশ দল ছিলো বিপক্ষ দল। বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সৃষ্টি রানি সাহা এবং মুনতাহা। বিজয়ী হয় বিপক্ষ দল পলাশ।
বিতর্ক অনুষ্ঠানের পরপরই শুরু হয় উপস্থিত কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৬ জন যৌথভাবে সর্বোচ্চ নম্বর পায়। পরে লটারির মাধ্যমে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম জাহিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।