রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৩:১৬

মতলবে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে ফল উৎসব

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে ফল উৎসব

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে আজ ১১ জুন মঙ্গলবার ফল উৎসবের আয়োজন করা হয়েছে। ফল উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রায় অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক ফল রয়েছে। ফল উৎসব উদ্বোধন করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু। কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক নিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা। বক্তব্য রাখেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সাধারণ সম্পাদক ফারুক বিন জামান।

ফল উৎসবে প্রতিক্রয়া ব্যক্ত করেন মতলব সুর্যমুখী কচি-কাঁচা মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মেলার সদস্য মোস্তফা কাদরী, গোলাম সারওয়ার সেলিম, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ। ফল উৎসবে অভিভাবক রাশেদ জামান টিপুর ছেলে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী রাফ্ফান রোসাদের স্টলে ৪৩টি ফলের সমারোহ দেখা গেছে। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফল উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়