প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১২:০৬
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ফরিদগঞ্জে ইকরা মডেল একাডেমির আনন্দ র্যালি
পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠের যুগপুর্তি বির্তক প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় বিভাগে চাঁদপুর জেলা পর্র্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে আনন্দ মিছিল ও র্যালি করেছে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি। ৯ জুন রোববার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত এই আনন্দ র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাকির হোসেন, সহকারী শিক্ষক মাও. আবুল কাশেম ফারাবী, তোহিদুর রহমান রনি।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাকির হোসেন বলেন, ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির শিক্ষার ক্ষেত্রে এক বড় অর্জন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। বিতর্ক এমন একটি শিল্প যার নিয়মিত চর্চা করলে শিক্ষার্থীদের জ্ঞান তৃষ্ণা বেড়ে যায়। জানার আগ্রহ সৃষ্টির কারণে তাকে বই প্রেমি করে তোলে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। চাঁদপুর কণ্ঠ ও পাঞ্জেরীকে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শনিবার ৮ জুন পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠের যুগপুর্তি বিতর্ক উৎসবের ফাইনালে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি হাজীগঞ্জ বালিকা সরকারি বিদ্যালয়বে সর্বোচ্চ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দেড়শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।