রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৫:৫৩

ফরিদগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮জুন) ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচিতে শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা কিভাবে গ্রহণ করতে পারবেন সে বিষয়ে জানানো হবে। জমি সংক্রান্ত সমস্যা গুলো,ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে ২য় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও ভুমি কর আদায় বিষয়ে ভূমি অফিস সার্বক্ষনিক সেবা দিবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যতবেশি সচেতন হবো, অনিয়ম, হয়রানিও ততবেশি লাঘব হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির নুরে আলম, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, পৌর ভূমি ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী, অফিস সহকারি মাসুম খান, আব্দুল আজিজ, রাশেদ প্রমুখ। আলোচনা শেষে মাত্র ১৫দিনের মধ্যে ই-নামজারি সম্পন্ন হওয়া কয়েকটি খতিয়ান আবেদনকারীদের কাছে হস্তান্তর করা হয়। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়