রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ২১:২৮

ফরিদগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার যা বললেন

ফরিদগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার যা বললেন
অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ভোটার, আওয়ামীলীগসহ সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

৬জুন বিকালে তিনি নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বিজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি অংশগ্রহণ মূলক, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণ এবং নির্বাচন কমিশনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় আমরা উভয় কাজ করেছি। ফলে একটি ভাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

খাজে আহমেদ মজুমদার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, তিনি আাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেছেন বলেই আমি জনগণের ভোটে বিজয়ী হয়ে জনপ্রতিনিধি হয়েছি। জনগণ আমাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি ভোট কেন্দ্রে গিয়ে যেটা দেখেছি, মা বোনেরা এবং বয়স্ক লোকজন এবং সর্বোপরি তরুণ সমাজ যেভাবে জনস্রোতের মতো ভোট কেন্দ্রে ছুটে গিয়েছে এবং ভোট প্রয়োগ করেছে তাতে আমি অভিভূত। জনগণ আমার প্রতি আস্থা রেখেছে আমি চেষ্টা করবো জনগণের আশার প্রতি ফলন বাস্তবায়নের। আমি চেষ্টা করবো একটি সমৃদ্ধ ও উন্নত এবং স্মার্ট ফরিদগঞ্জ গড়ার।

আপনারা জানেন উপজেলা পরিষদের বরাদ্দ সীমিত। আমি উপজেলা পরিষদের বরাদ্দ ও এমপি মহোদয়ের বরাদ্দের সাথে মিলিয়ে সুষম উন্নয়ন করার চেষ্টা করবো। আমার ভাল লাগার জায়গা হলো জনগণ দলমত নির্বিশেষে আমাকে ভোট দানের জন্য কেন্দ্রে গিয়েছেন এবং আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।

নির্বাচনের পুর্বে ও সময়ে জনগণকে দেয়া কথা এবং উন্নয়ন বিষয়ে তিনি বলেন, আমি এমপি মহোদয়ের অঢেল বরাদ্দ রয়েছে। তার সাথে আলোচনা করে এবং উপজেলা পরিষদের সীমিত বরাদ্দ নিয়েই মানুষজনকে দেয়া কমিটমেন্ট রক্ষা করার। কথা যেহেতু দিয়েছি অবশ্যই তা বাস্তবায়ন করার। মানুষের ভালবাসার প্রতিদান উন্নয়ন দিয়েই করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়