শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৯:৫৭

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান

বাদল মজুমদার
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ জুন সকাল ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরে সচেতনতা মূলক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা আমাদের পরিবেশ সেভাবে তৈরি করতে পারি নাই। নগর হচ্ছে পরিবেশ মানি নাই, শিল্প কল কারখানা হচ্ছে পরিবেশ মানি না, আমাদের নিজ নিজ অবস্হান থেকে পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন আলম , প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, ইসলামীক ফাউন্ডেশনের ডিডি রুহুল আমীন, বাবুহার্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁসক, ভুগোল বিভাগ সহযোগী অধ্যাপক মাসুদ হাসান, সনাক সভাপতি ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভাপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়