প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৭:৩৫
বারেক হাজীর ছোট ভাই বাচ্চু খানের ইন্তেকাল
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোড (৭নং ওয়ার্ড) নিবাসী ও এমভি রফরফ লঞ্চের মালিক আলহাজ্ব এমএ বারী খান ওরফে বারেক হাজীর ছোট ভাই এবং জিল্লুর রহমান খানের পিতা ব্যবসায়ী মোঃ বাচ্চু খান আর বেঁচে নেই। তিনি বুধবার ৫ জুন সকাল সাড়ে নয়টার সময় 'ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা আঃ বারেক হাজীর বড় ছেলে হাজী বেনজির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন দুপুরে কাকার মরদেহ ঢাকা থেকে চাঁদপুরের বাড়িতে নেয়া হয়। বাদ মাগরিব শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বেনজির খান শারীরিক অসুস্থ থাকায় জানাজায় অংশ নিতে পারেনি। তবে তার ছেলে ছিলেন। আল্লাহপাক আমার কাকাকে বেহেস্ত নসীব করুক, আমিন। ওইখানে জানাজার নামাজ শেষে মরহুম বাচ্চু খানকে বড়স্টেশন মাদরাসা কবরস্থানে দাফন করা হবে।