প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৭:২৩
ফরিদগঞ্জে এক ঘণ্টার বৃষ্টিতেই ভোটার উপস্থিতি হতাশাব্যঞ্জক
৪র্থ ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৬৭৯ জন ভোটার। তবে দুপুর ২টা পর্যন্ত ভোট দেয়ার হার প্রায় ১৮ ভাগ। ভোট গ্রহণের শেষ পর্যন্ত তা ২০ ভাগ ছাড়িয়ে যাবে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা ১০টার পর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকলেও পৌর এলাকা ছাড়া ১১টার দিকে পুরো উপজেলায় ১ ঘন্টার মুসুলধারে বৃষ্টিতে তা ভাটা পরে। ভোট প্রদান শেষে দুপুরে গুপ্টি পুর্ব ইউনিয়নের আষ্টা মহমায়া পাঠাশালা কেন্দ্র পরিদর্শন শেষে চেয়ারম্যান প্রার্থী খাজে আহমেদ মজুমদার জানান, ৩টি কেন্দ্রে ইভিএম মেশিন কিছুটা সমস্যা করায় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। পওে সেগুলো সচল হয়। মানুষের মধ্যে ইভিআমে আতংক কেটে গেছে। অপর চেয়ারম্যান প্রার্থী আমীর আজম রেজা ভোট প্রদান শেষে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট আলিম আজম রেজা জানান, তাদের কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদেও বের করে দেয়া হয়েছে। তার ভোটের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। এদিকে ভাইসচেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন মনির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসী আমাকে যেভাবে ভোট প্রদান এগিয়ে এসেছে, তাতে আমি তাদেও প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার গুরু অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের প্রতি। তার অনুপ্রেরণায় আমি আজ এখানে। মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী মাজুদা বেগম জানান, ভোটাররা আমাকে ভোট প্রদানের জন্য সকাল থেকে কেন্দ্রে আসছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদানের হার ১৭.৮২ ভাগ। বিকালের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে। এদিকে সরেজমিন উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনকালে দেখা গেছে, কেন্দ্রের বাইরে নেতাকর্মীদেও ব্যাপক উপস্থিতি থাকলেও সেই তুলনায় ভোটার উপস্থিতি কম। নারী ভোটারদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের নারী ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক ছিল। ব্যাপক নিরাপত্তার কারণে কোথাও কোন ধরনের ঝামেলা হয়নি। উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘুর্ণিঝড়ের কারণে তা পিছিয়ে যায় । তা ৫ জুন অনুষ্ঠিত হয়।