রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২১ মে ২০২৪, ২২:৫৭

শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন পাটোয়ারী

ভাইস চেয়ারম্যান মিলন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন পাটোয়ারী

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২১ মে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে চারটার পর থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে একে একে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসির আরাফাত। এতে ৬৫টি কেন্দ্রে ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন মকবুল হোসেন পাটোয়ারী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমি পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ইমদাদুল হক মিলন চশমা প্রতীক নিয়ে ২২ হাজার ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ ইরান উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে হাসিনা আক্তার ২১ হাজার ১৩৯ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নাহার কাজল পেয়েছেন ১৫ হাজার ৯৬৭ ভোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়