রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৮ মে ২০২৪, ২০:৫৫

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৮ মে) বিদ্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের প্রথম সভায় বক্তব্য দেন- দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুর্বণা চৌধুরী বীনা।

সুর্বণা চৌধুরী বীনা বলেন, কোমলমতী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে। সঠিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ গঠনে বিশেষ ভূমিকা পালন করবে। আমার স্বামী প্রয়াত দিপু চৌধুরীর স্বপ্ন ছিল দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে একটি আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গরে তোলার। আমি আপনাদের সহযোগিতা নিয়ে তা স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। স্কুলটিতে লাইব্রেরি, কেন্টিন,, প্রতিটি ক্লাশরুমকে প্রজেক্টেরর আওতায় আনা, সবুজ বাগান, শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার রেজাল্ট এর উপর গুরুত্ব আরোপ করা হবে।

তিনি আরও বলেন, আমি চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে বাবা-মা, শিক্ষক ও সমাজের মুখ উজ্জ্বল করবে।

এর আগে পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে সাবেক সভাপতি প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় সভাপতি সূবর্ণা চৌধুরী বীণা শিক্ষার মান্নোয়নে শিক্ষকদেরকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান। অভিভাবকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।

বিদ্যালয়ের কোঅপ্ট সদস্য পদে সাবেক বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান হাফিজ তফাদারকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দাতা সদস্য রেজাউল হাসান চৌধুরী, দাতা সদস্য ডা. আবদুল খালেক, অভিভাবক সদস্য মোহাম্মদ ছিদ্দিক, বাবুল মিয়া হাওলাদার, রবিউল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আমেনা বেগম, সাধারন শিক্ষক প্রতিনিধি বাবু মন্টু কুমার মন্ডল, মো.শাহজান মিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পার্বতী রানী ভৌমিক ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক।

এসময় বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি সুর্বনা চৌধুরী বিনাকে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষকগন ফুল দিয়ে বরণ করে নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়